আন্তর্জাতিক ডেস্ক

  ১২ এপ্রিল, ২০২০

মার্কিন সেনাদের ইতালিকে সাহায্য করার নির্দেশ ট্রাম্পের

করোনাভাইরাস মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত ইতালিকে সহযোগিতা করতে মার্কিন প্রশাসন ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার একাধিক মন্ত্রিসভার সদস্যের কাছে পাঠানো স্মারকে এ নির্দেশনা দেন তিনি।

করোনা মোকাবিলায় ইতালিকে প্রয়োজনমতো চিকিৎসা উপকরণ, মানবিক সহায়তাসহ অন্যান্য সহযোগিতার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে মার্কিন সেনাদের ইতালিতে টেলিমেডিসিন সেবায় অংশগ্রহণ, অস্থায়ী হাসপাতাল নির্মাণে সহায়তা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ প্রভৃতি। করোনা মহামারিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে, এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দুটি দেশেই ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

স্মারকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইতালি আমাদের অন্যতম ঘনিষ্ঠ ও পুরোনো মিত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close