আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মার্চ, ২০২০

উদ্বিগ্ন জার্মান মন্ত্রীর আত্মহত্যা

করোনাভাইরাসে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় গভীর উদ্বেগে থাকা জার্মানির একটি রাজ্যের অর্থমন্ত্রী আত্মহত্যা করেছেন। গত রোববার হেসে রাজ্যের প্রধান ভলকার বৌফিয়ের এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। থমাস শেফার নামের ৫৪ বছরের অর্থমন্ত্রীর লাশ গত শনিবার একটি রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। ওয়াইজবাডেন প্রসিকিউশন কার্যালয় জানিয়েছে, তারা মনে করেন তিনি আত্মহত্যা করেছেন। গত শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের পর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। প্যারামেডিকসের একটি দলই তার দেহটি উদ্ধার করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close