আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ, ২০২০

জাপানে মাস্ক বিক্রিতে ‘মুনাফা’ নিষিদ্ধ

করোনাভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে বেড়েছে মাস্কের ব্যবহার। তাই বিশ্ববাজারেও দেখা দিয়েছে মাস্ক সংকট। বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্তের খবর প্রকাশের পরেই কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক হারে মাস্কের দাম বাড়িয়ে দিয়েছেন। বিশ্বজুড়ে মাস্ক সংকট এবং দাম বৃদ্ধি পেলেও এবার জাপান সরকার মাস্ক বিক্রিতে ‘মুনাফা’ নিষিদ্ধ করেছে। লাভের জন্য মাস্ক বিক্রিকে নিষিদ্ধ করে একে দ-নীয় অপরাধ বলে ঘোষণা করেছে দেশটির সরকার। বলা হয়েছে, যারা অতিরিক্ত লাভের জন্য মাস্ক বিক্রি করবে তাদের এক বছরের কারাদ- বা ১০ লাখ জাপানি ইয়েন জরিমানা করা হবে। অথবা উভয় দ-ে দ-িত হবে। এই শাস্তি ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close