আন্তর্জাতিক ডেস্ক

  ১২ মার্চ, ২০২০

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম করেছেন। এ লক্ষ্যে মঙ্গলবার দেশটির সংবিধানের একটি সংশোধন প্রস্তাবে অনুমতি দিয়েছেন তিনি। তবে দাবি করেছেন, রাজনৈতিকভাবে দেশ ‘পরিপক্ব’ হয়ে উঠলে তিনি মেয়াদ কমিয়ে আনার পক্ষে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জানুয়ারিতে রাশিয়ার রাজনীতি ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেন পুতিন। বর্তমান সংবিধান অনুসারে ২০২৪ সালে তাকে দায়িত্ব ছাড়তে হতো চতুর্থ মেয়াদ পূর্ণ হওয়ার পর।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নি¤œকক্ষ ডুমাতে দেওয়া এক ভাষণে সংবিধানের প্রস্তাবিত সংশোধনের প্রতি সম্মতি জানিয়েছেন। যে প্রস্তাবের ফলে প্রেসিডেন্টের মেয়াদের বাধ্যবাধকতা থাকবে না।

ভাষণে পুতিন বলেন, ক্ষমতাসীন প্রেসিডেন্ট থেকে যেকোনো ব্যক্তিকে দায়িত্ব থেকে না সরানোর প্রস্তাব নীতিগতভাবে সম্ভব কিন্তু এক শর্তে। যদি সাংবিধানিক আদালত আনুষ্ঠানিকভাবে রুল জারি করে যে এই সংশোধন প্রস্তাব সংবিধানের মূলনীতি ও ধারার সঙ্গে সাংঘর্ষিক হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের কথা ভাষণে তুলে ধরেন রুশ প্রেসিডেন্ট। বিশ্ব অর্থনীতিতে মহামন্দার সময় রুজভেল্ট চার মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পুতিন বলেন, যখন দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার হওয়া উচিত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close