আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি, ২০২০

চীনে হিলটনের ১৫০ হোটেল বন্ধ

প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে চীনে ১৫০টি হোটেল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হিলটন হোটেল অ্যান্ড রিসোর্টস। গত সপ্তাহে ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকের আয় বিবরণী প্রকাশকালে এ সিদ্ধান্তের কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান ক্রিস্টোফার জে. ন্যাসেটা। বিজনেস ইনসাইডারের তথ্যমতে, চীনে ২২৫টি হোটেল আছে হিলটনের। এর প্রায় দুই-তৃতীয়াংশ বন্ধ হয়ে গেলেও প্রতিষ্ঠানটির বৈশ্বিক আয়ের ক্ষেত্রে খুব বেশি হেরফের হবে না।

চীনে বন্ধ করে দেওয়া হোটেলগুলোতে মোট রুমের সংখ্যা ৩০ হাজারেরও বেশি। তবে এটি হিলটনের বৈশ্বিক সম্পদের ২ দশমিক ৫ শতাংশ মাত্র। বিশ্বের ১১৭টি দেশে ১৮টি ব্র্যান্ডে অন্তত ৬ হাজার হোটেল ও রিসোর্ট রয়েছে হিলটনের। প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান নির্বাহী ন্যাসেটা বলেন, আমাদের কাছে টিমের সদস্য ও অতিথিদের নিরাপত্তা এবং সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close