আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ ফেব্রুয়ারি, ২০২০

নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষতি করা যাবে না

উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি তার দেশের ওপর আমেরিকার নিষ্ঠুর নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেছেন, শত্রুদের জেনে রাখা উচিত ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় এ দেশের কোনো ক্ষতি হয়নি।

তিনি গত রোববার তেহরানে ছোট-বড় উদ্যোক্তাদের পুরস্কৃত করার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন। আরাকচি বলেন, শত্রুরা ইরানের ওপর তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে এমনকি এদেশের কিংবদন্তি ও বীরসেনানীদের পর্যন্ত হত্যা করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ রণাঙ্গনে যেমন শত্রুদের পরাজিত করেছে তেমনি অর্থনৈতিক অঙ্গনেও তাদের বিরুদ্ধে বিজয়ী হবে।

২০১৬ সালের ১৬ জানুয়ারি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হওয়ার দিন থেকে এটি যাতে

পুরোপুরি কার্যকর হতে না পারে সে চেষ্টা শুরু করে আমেরিকা। মার্কিন সরকারের প্রধান লক্ষ্য ছিল ইরান যাতে এ সমঝোতা থেকে আর্থিক সুবিধা পেতে না পারে।

এরপর ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার সে অপচেষ্টা জোরদার হয় এবং ২০১৮ সালের মে মাসে ট্রাম্প আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নেন। একই বছরের নভেম্বরে মার্কিন সরকার ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে যার পরিধি বাড়ানোর কাজ এখনো চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close