আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

ব্রিটিশ বিবাহ আইনে মুসলিম বিয়ে অবৈধ

শরিয়াহ বা মুসলিম রীতি অনুযায়ী বিয়ে ব্রিটিশ বিবাহ আইনের অধীনে অবৈধ বলে রায় দিয়েছেন আপিল কোর্টের বিচারকরা। লন্ডনে মুসলিম রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এক মুসলিম দম্পতির বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে হাইকোর্টের দেওয়া আগের রায়ের বিপরীতে গত শুক্রবার আপিল কোর্ট এই রায় দেন।

১৯৯৮ সালে পশ্চিম লন্ডনের একটি রেস্টুরেন্টে অন্তত ১৫০ অতিথির উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী মুসলিম দম্পতি নাসরিন আক্তার এবং শাবাজ খান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের চারটি সন্তানও রয়েছে।

২০১৬ সালে স্ত্রী নাসরিন আক্তার বিবাহ বিচ্ছেদের আবেদন করে ব্রিটিশ আইন অনুযায়ী স্বামীর অর্থ সম্পদের ওপর ভাগ বসানোর দাবি করেন। এর বিপরীতে শাবাজ খান পাল্টা আবেদনে দাবি করেছিলেন, তাদের বিয়ে হয়েছে শরিয়াহ বা ইসলামিক আইন অনুযায়ী। তাই ব্রিটিশ আইনে এর ফয়সালা হতে পারে না।

তাদের পাল্টাপাল্টি আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালে হাইকোর্ট ইসলামিক নিকাহ ব্রিটিশ বিবাহ আইনের মধ্যে পড়ে বলে রায় দিয়েছিলেন। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন অ্যাটর্নি জেনারেল। গত শুক্রবার আপিলের রায়ে ইসলামিক রীতি অনুযায়ী বিয়ে ব্রিটিশ আইন অনুযায়ী ইংল্যান্ডে বৈধ নয় বলে রায় দেন আপিল কোর্টের বিচারকরা। এদিকে আপিল কোর্টের এই রায়ের সমালোচনা করছেন ক্যাম্পেইনাররা।

তাদের মতে, এই রায়ের ফলে ইংল্যান্ডে হাজার হাজার মুসলিম নারী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close