আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ফেব্রুয়ারি, ২০২০

মোদির অসংসদীয় শব্দ মুছে ফেলল ভারতের পার্লামেন্ট

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি অসংসদীয় শব্দ মুছে ফেলেছে দেশটির পার্লামেন্ট। গত বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে জাতীয় জনসংখ্যাপঞ্জি নিয়ে বিরোধীদের একহাত নেন মোদি। ওই সময় বিরোধীদের প্রতি তার আক্রমণাত্মক বক্তব্যের একটি শব্দ অসংসদীয় হওয়ায় তা মুছে ফেলার সিদ্ধান্ত নেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু।

ভারতের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কোনো শব্দ মুছে ফেলার ইতিহাস খুব বেশি নয়। তবে মোদির ক্ষেত্রে এমন ঘটনা একাধিকবার এমন ঘটনা ঘটেছে। ২০১৮ সালে কংগ্রেস দলীয় এমপি বিকে হরিপ্রসাদকে নিয়েও তার মন্তব্য মুছে ফেলা হয়। ওই এমপির নামের আদ্যক্ষর নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছিলেন তিনি।

এর আগে ২০১৩ সালে রাজ্যসভায় তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্য মুছে ফেলা হয়। সে সময় বিরোধী দলনেতা অরুণ জেটলির সঙ্গে তার বিতর্ক চলছিল। জেটলির-ও কিছু মন্তব্য মুছে ফেলা হয়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close