আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি, ২০২০

গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ল মেহবুবা ওমর আবদুল্লাহর

বিতর্কিত জননিরাপত্তা আইনে জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর গৃহবন্দি দশার মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গত বছরের আগস্টে কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা ও স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার সময় মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে গৃহবন্দি করা হয়েছিল। গত বৃহস্পতিবার তাদের আটকাদেশ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই জননিরাপত্তা আইনে তাদের গৃহবন্দিত্বের মেয়াদ ফের বাড়ানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বিতর্কিত এ আইনে কাউকে অভিযোগ ছাড়াই সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আটক রাখা যায়। গৃহবন্দি হওয়ার পর থেকে ওমর কিংবা মেহবুবার কোনো মন্তব্য পাওয়া যায়নি। পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিএফ) নেতা মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি তার মায়ের টুইটার অ্যাকাউন্ট চালাচ্ছেন। মায়ের গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ার ঘটনাকে বিজেপি সরকারের ‘স্বৈরাচারী’ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন ইলতিজা। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেওয়া বিশেষ মর্যাদা বাতিলের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের ওপর নানা বিধিনিষেধও আরোপ করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close