আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি, ২০২০

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ১৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার নারী

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়া ধ্বংসস্তূপ থেকে ১৭ ঘণ্টা পর মিলেছে প্রাণের সন্ধান। গত শনিবার দেশটির পূর্বাঞ্চলে ভূমিকম্পে ধসে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে এক নারীকে উদ্ধার করে উদ্ধারকারীরা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত শুক্রবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় ইলাজিগ প্রদেশে ১৫ সেকেন্ডের এ কম্পনটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের পর দফায় দফায় আফটার শক ঘটেছে। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল ৩ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৫ পর্যন্ত। এখন পর্যন্ত ভূমিকম্পে ২২ জনের মৃত্যুর খবর জানা গেছে।

উদ্ধারকৃত ওই নারীর নাম আজিজি। এছাড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে ১২ ঘণ্টা আটকা থাকার পর উদ্ধার করা হয়েছে এক গর্ভবতী নারীকেও। এখন পর্যন্ত মোট ৩৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন তুরস্তের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু।

দেশটিতে এখনো উদ্ধার অভিযান চলছে। আরব ও ইউরেশীয় প্লেটের ওপর অবস্থিত তুরস্ককে ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৯ সালের ১৭ আগস্ট ৩৭ সেকেন্ডের এক ভূমিকম্পে দেশটিতে ১৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close