আন্তর্জাতিক ডেস্ক

  ১২ ডিসেম্বর, ২০১৯

নির্বাচনে বরিস জনসনের জয় নিরঙ্কুশ নাও হতে পারে

ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসন অল্প ব্যবধানে জয় পাবেন এবং পূর্ব ধারণামতো নিরঙ্কুশ জয় পাবেন না বলে জরিপভিত্তিক পূর্বাভাসে ধারণা পাওয়া গেছে। গত দুই সপ্তাহে ব্রিটেনের নির্বাচনের দৌড় অনেকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে বলে গত মঙ্গলবার প্রকাশিত বিভিন্ন জরিপের ফলাফলের ভিত্তিতে জানিয়েছে বিবিসি। আজ বৃহস্পতিবার ০৭ : ০০ জিএমটিতে নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে ২২ : ০০ জিএমটিতে শেষ হবে।

এ নির্বাচনে জনসনের রক্ষণশীল দল ২৮ আসনের ব্যবধানে জয় পাবে বলে ব্রিটিশভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপ ও তথ্য বিশ্লেষক কোম্পানি ইউগভের অনুমান। দুই সপ্তাহ আগে একই প্রতিষ্ঠান আভাস দিয়েছিল, ক্ষমতাসীন রক্ষণশীল দল ৬৮ আসনের ব্যবধানে বড় ধরনের জয় পেতে যাচ্ছে।

ব্যবধান কমার ধারা অব্যাহত থাকলে জনসন

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হতে

পারেন বলে জানিয়েছে ইউগভ। নির্বাচনের ফলাফলে ইউগভের এই পূর্বাভাস প্রতিফলিত হলে বেক্সিটের অনিশ্চয়তা আরো দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা বিবিসির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close