আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০১৯

ট্রাম্পকে উত্তর কোরিয়া

মার্কিন হুমকি পরোয়া করি না

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের কোনো হুমকিকে পরোয়া করে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুশিয়ারির জবাবে এমন প্রতিক্রিয়া জানিয়েছে পিয়ংইয়ং। গত সোমবার উত্তর কোরিয়ার প্রধান আলোচক কিম ইয়ং চোল বলেন, যুক্তরাষ্ট্রের অন্তঃসারশূন্য হুমকিকে পিয়ংইয়ং ভয় পায় না।

গত রোববার টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুবই স্মার্ট একজন মানুষ। তবে ওয়াশিংটনের সঙ্গে শত্রুতার পথে হাঁটলে তাকে অনেক কিছু হারাতে হবে। প্রকৃতপক্ষে তাকে সবই হারাতে হবে।

ট্রাম্পের ওই টুইটের জেরেই গত সোমবার পাল্টা প্রতিক্রিয়া জানায় পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত উত্তর কোরিয়ার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কিম ইয়ং চোল কোরীয় উপদ্বীপে মার্কিন ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করতে ওয়শিংটনকে চলতি বছরের শেষ পর্যন্ত যে সময় দেওয়া হয়েছে তা আর নবায়ন করা হবে না। পিয়ংইয়ং সম্পর্কে ট্রাম্পের তেমন কোনো ধারণাই নেই।

গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হ্যানয় শীর্ষ বৈঠকের কথা ছিল। কিন্তু কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে ঐকমত্য না হওয়ায় ওই আলোচনা ভেস্তে যায়। পরে দুই কোরিয়ার সীমান্তে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন ট্রাম্প ও কিম। তবে দৃশ্যত এসব সাক্ষাতে আনুষ্ঠানিক ফটোসেশনের বাইরে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। সূত্র: পার্স টুডে, রয়টার্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close