আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০১৯

অবশেষে বিবিসির অনুষ্ঠানে যাচ্ছেন বরিস জনসন

অবশষে বিবিসির অ্যান্ড্রু নিলের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত বৃহস্পতিবার অ্যান্ড্রু নিল বরিসকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।

সম্প্রতি বিবিসির পক্ষ অ্যান্ড্রু নিলের রাজনীতিবিষয়ক অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। করবিনসহ অন্যান্য নেতা সময় দিলেও বারবার সময় পেছাচ্ছিলেন জনসন। পরে বিবিসি থেকে জানানো হয়, অ্যান্ড্রু নিলের অনুষ্ঠানে অংশ না নিলে বিবিসির আর কোনো অনুষ্ঠানে জনসনকে কথা বলতে দেওয়া হবে না।

এরপর গত বৃহস্পতিবার নিল বলেন, এখনো খুব বেশি দেরী হয়নি। আমরা সাক্ষাৎকার নিতে প্রস্তুত। এখন বরিস জনসন কি বলেন তার অপেক্ষায় রয়েছি। জবাবে বরিস জনসন বলেন, তিনি অনেক সাক্ষাৎকারই দিয়েছেন। আরেকটা দিতেই পারেন।

রুপার্ট মারডকের সানডে টাইমেসের সাবেক সম্পাদক অ্যান্ড্রু নিল এখন সাপ্তাহিক স্পেকটেটর ম্যাগাজিনের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এই পত্রিকাতে একসময় সম্পাদক হিসেবে কাজ করতেন বরিস জনসন। রাজনীতিবিদরা প্রায়ই তার অনুষ্ঠানে গিয়ে তোপের মুখে পড়েন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close