আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ নভেম্বর, ২০১৯

মালিতে সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার আইএসের

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসী হামলায় অর্ধশত সেনাসদস্য নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে আইএস। গত শুক্রবারের ওই হামলায় মালির ৪৯ সেনাসদস্য নিহত হয়। পরে আহত অবস্থায় মারা যান আরো এক ফরাসি সেনা। গত শনিবার এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে আইএস। গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। জঙ্গিদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে দেওয়া পোস্টে আইএস দাবি করে, তাদের কথিত খিলাফতের সেনারা মালির সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার শেষ রাতের ওই জঙ্গি হামলার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close