আন্তর্জাতিক ডেস্ক

  ২১ অক্টোবর, ২০১৯

সিরিয়ায় তৎপরতা চালানো ইসরায়েলের মৌলিক অধিকার

পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সিরিয়ার ভেতরে তৎপরতা চালানো এবং সেখানে অভিযান চালানোর স্বাধীনতা ইহুদিবাদী ইসরায়েলের মৌলিক অধিকার।

তিনি আরো বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করা সত্ত্বেও ইরাক ও সিরিয়ার সীমান্তে আমেরিকা গভীরভাবে দৃষ্টি রাখবে। জেরুজালেম পোস্ট পত্রিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাইক পম্পেও এসব কথা বলেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার ভাষায় বলেন, ইসরায়েলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিরিয়ার ভেতরে কাজ করার অধিকার তেল আবিবের রয়েছে। এটি শুধু কোনো জাতিরাষ্ট্রের অধিকারই নয় বরং এটি করতে যেকোনো রাষ্ট্র বাধ্য।

ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টা বৈঠকের পর জেরুজালেমকে ওই সাক্ষাৎকার দেন। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মাইক পম্পেও সিরিয়ার পরিস্থিতি এবং তাদের ভাষায় সিরিয়ায় ইরানের বিরক্তিকর আচরণ মোকাবিলার বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার পর ইসরায়েলের রাজনৈতিক নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এই ভেবে যে, এতে সিরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান শক্তিশালী হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close