আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ অক্টোবর, ২০১৯

হংকং বিক্ষোভের প্রধানের ওপর হাতুড়ি হামলা

হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ দিন দিন আরো সহিংস হয়ে উঠেছে। প্রথমদিকে এই বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরবর্তী সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের প্রতিহত করতে জল কামান, টিয়ারগ্যাস এবং লাঠি চার্জ করছে পুলিশ। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া আরো অনেকেই আহত হয়েছে।

এদিকে, সরকারবিরোধী বিক্ষোভে প্রধান ভূমিকা পালন করা এক নেতার ওপর সম্প্রতি হামলা চালানো হয়েছে। তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে।

আহত অবস্থায় ওই নেতাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের (সিএইচআরএফ) জিমি শ্যাম রাস্তায় পরে আছেন। তার সারা শরীর রক্তাক্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close