আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ অক্টোবর, ২০১৯

সাহস থাকলে ৩৭০ ধারা ফিরিয়ে আনুন : মোদি

কাশ্মীরের বিশেষ অধিকার বাতিলের বিষয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সাহস থাকলে নির্বাচনী ইশতেহারে সংবিধানের ৩৭০ ধারা ফিরিয়ে আনার ঘোষণা দিন।’

আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। এর আগে গত রোববার জলগাঁওয়ে এ নির্বাচনের প্রথম সমাবেশে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কী মনে করেন, এটা ফিরিয়ে আনতে কারো উৎসাহ আছে? যদি তারা সাহস দেখায়, তাহলে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে?’

ভাষণে মোদি বলেন, ‘জম্মু ও কাশ্মীর শুধু ভূখ- নয়, ভারতের মুকুট।’ পরিস্থিতি স্বাভাবিক হতে চার মাসের বেশি সময় লাগবে না বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি।

মোদি অভিযোগ করে বলেন, ‘বিরোধীরা ৩৭০ ধারা নিয়ে রাজনীতি করছে। প্রতিবেশী দেশের (পাকিস্তান) মতো একইভাবে কথা বলছে তারা। ৩৭০ ধারা বাতিলের মতো সিদ্ধান্তকে নিয়ে কংগ্রেস ও এনসিপির রাজনীতিকরণ অপ্রত্যাশিত ও দুঃখজনক। জম্মু-কাশ্মীর নিয়ে তারা যে বক্তব্য দিয়েছে তাদের দলের নেতারাই মানেন না।’

মোদি আরো বলেন, ‘আমি তাদের চ্যালেঞ্জ দিচ্ছি, যদি সাহস থাকে তাহলে রাজ্য ও ভবিষ্যৎ নির্বাচনের ইশতেহারে ৩৭০ ধারা ও ৩৫এ ধারা ফিরিয়ে আনার ঘোষণা দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close