আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০১৯

কাশ্মীর ইস্যু

চীনের মন্তব্যের সমালোচনায় ভারত

কাশ্মীর ইস্যুতে চীনের মন্তব্যের সমালোচনা সরব হয়েছে দিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। দিল্লি সেখানে যে ব্যবস্থা নিয়েছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তা ছাড়া পাকিস্তান ও ভারত দুই দেশ আলোচনার ভিত্তিতে কাশ্মীর সংকটের সমাধান করবে। এ নিয়ে চীন যেন অনধিকার চর্চা না করে।

সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে বেইজিং। তার ওই মন্তব্যের জবাবেই এমন প্রতিক্রিয়া জানালেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আগামী ১১ অক্টোবর ভারতে সফরের কথা রয়েছে চিনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close