আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার ভূমিকা অবজ্ঞা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে সোভিয়েত রাশিয়ার ভূমিকাকে অবজ্ঞা করায় পোল্যান্ডের তীব্র সমালোচনা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ৮০তম বার্ষিকী উপলক্ষে পোল্যান্ডে গত রোববার অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়নি। এর প্রতিবাদে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার মস্কোয় এক বিবৃতি প্রকাশ করে ওই সমালোচনা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, কোটি কোটি মানুষের রক্তপাত ও ভবিষ্যৎ প্রজন্মগুলোর ভাগ্য পরিবর্তনের ওই যুদ্ধ ছিল মানবজাতির জন্য এক বেদনাদায়ক ঘটনা। কিন্তু এই ঘটনার জন্য হিটলারের নেতৃত্বাধীন জার্মানি ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে সমানভাবে দায়ী করার প্রচেষ্টা বর্তমান রাশিয়ার ভাবমর্যাদাকে ক্ষুণœ করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে মস্কো মনে করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধু পোল্যান্ডকে মুক্ত করার কাজে ৬ লাখ রুশ সৈন্য নিহত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close