আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

ইয়েমেনে বিদ্রোহীদের বন্দিশালায় সৌদি জোটের হামলায় নিহত ৬০

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ধামারে বিদ্রোহী নিয়ন্ত্রিত এক আটক কেন্দ্রে সৌদি জোটের বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছে। গত শনিবার রাতে চালানো ওই হামলায় আহত হয়েছে আরো অন্তত ১০০ জন। বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি এসব তথ্য জানিয়েছে।

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় ইরান সমর্থিত শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে পালিয়ে যান হাদি। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। সৌদি জোটের অভিযান শুরুর পর এ পর্যন্ত নারী-শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

ইয়েমেনি কর্মকর্তারা বলছেন, গত শনিবার রাতে ধামার শহরে একটি কলেজকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হুথি বিদ্রোহীরা ওই কলেজটিকে আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করত। কারাবন্দিবিষয়ক ইয়েমেনের জাতীয় কমিটির প্রধান কাদের আল-মোরদাতা জানিয়েছেন, কারাগারে ১৭০ জনের বেশি যুদ্ধবন্দি ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close