আন্তর্জাতিক ডেস্ক

  ০২ সেপ্টেম্বর, ২০১৯

আসামের নাগরিক তালিকা বিশ্বাস করে না বিজেপি

আসামের প্রকাশিত চূড়ান্ত নাগরিক তালিকা বিশ্বাস করে না বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। গত শনিবার সংস্থাটির আসান অঞ্চলের প্রধান রনজিত কুমার এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তিনি বলেন, শুধু আসামকে কেন্দ্র করে করা এই তালিকায় তারা বিশ্বাসী না।

কয়েক দফা খসড়া প্রকাশের পর গত শনিবার প্রকাশ হয়েছে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ মানুষ। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে বাদ পড়া এসব মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজেপির আসান প্রধান বলেন, ‘আমরা এই তালিকা বিশ্বাস করি না। আমরা খুবই অখুশি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আমরা অনুরোধ জানাই যেন জাতীয় পর্যায়ে একটি তালিকা করা হয়।

এর আগে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর রাজ্যটির অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এনআরসি নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। তিনি দাবি করেছেন, আরো বেশি অবৈধ অভিবাসীর তালিকা থেকে বাদ পড়ার কথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close