আন্তর্জাতিক ডেস্ক

  ০২ সেপ্টেম্বর, ২০১৯

সিরিয়ার ইদলিবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার বিদ্রোহী অধিকৃত ইদলিব প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত শনিবার সেখানে আল কায়েদা নেতাদের একটি দলের ওপর হামলাটি চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে।

এক ই-মেইল বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে তারা ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের, আমাদের বাবা-মাদের ও নিরপরাধ বেসামরিকদের জন্য হুমকি সৃষ্টিকারী হামলার জন্য দায়ী।’

বিবিসি জানিয়েছে, বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি; কিন্তু অন্যান্য প্রতিবেদনে ইদলিবে জিহাদপন্থিদের একটি প্রশিক্ষণ শিবিরে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন বলে বলা হয়েছে।

রাশিয়ার সমর্থনে সিরিয়ার সরকারি বাহিনীগুলো ইদলিবে একতরফা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করার পরপরই হামলার এ ঘটনাটি ঘটে। গত শনিবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ওই যুদ্ধবিরতি শুরু হওয়ার পর যুদ্ধক্ষেত্র শান্ত হয়ে ছিল বলে প্রাথমিক প্রতিবেদনগুলোতে ইঙ্গিত পাওয়া গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close