আন্তর্জাতিক ডেস্ক

  ০১ সেপ্টেম্বর, ২০১৯

থমথমে পরিস্থিতি ১৪৪ ধারা জারি

গতকাল শনিবার ভারতের আসাম রাজ্যে প্রকাশিত হয়েছে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। এতে স্থান পেয়েছে ৩ কোটি ১১ লাখ নাগরিকের নাম। বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার নাগরিক। এরই মধ্যে বিশৃঙ্খলার আশঙ্কায় আসামজুড়ে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। এ ছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

এর আগে গত বছরের ৩০ জুলাই নাগরিকপঞ্জির যে খসড়া প্রকাশিত হয়েছিল, সেখানে আসামের নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছিলেন ৪০ লাখেরও বেশি মানুষ। এখন সেটি কমে ১৯ লাখ ৬ হাজারে নেমেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশঙ্কা করছে প্রশাসন। যে কারণে মোতায়েন করা হয়েছে ৫১ কোম্পানি আধা সেনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close