আন্তর্জাতিক ডেস্ক

  ০১ সেপ্টেম্বর, ২০১৯

‘আসামের ৮০ লাখ বিদেশি কোথায়?’

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আসাম পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিত শর্মা। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট এনআরসি তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছিলেন। গতকাল শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর প্রতিক্রিয়ায় অভিজিত শর্মা প্রশ্ন তুলেছেন, আসামের ৮০ লাখ বিদেশি কোথায়? ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ খবর জানিয়েছে।

অভিজিত শর্মা বলেন, আমরা সবসময় সতর্ক করে আসছি যে এনআরসির রাজ্য সমন্বয়কারী প্রতিক হাজেলাকে বিশ্বাস করা যায়। কেন্দ্র ও রাজ্য সরকারের কিছু লোক এই প্রক্রিয়া চায়নি। বারবার পুনরায় যাচাইয়ের আবেদনের পরও তা করা হয়নি। সফটওয়্যার নির্মাতা উইপ্রো খুব ভালো কাজ করতে পারেনি।

তিনি চাইবেন যতবেশি সম্ভব মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে।

ক্ষোভ প্রকাশ করে অভিজিত শর্মা বলেন, এর মধ্যদিয়ে ১ হাজার ৬০০ কোটি রুপির অপচয় হলো। আমাদের জীবনের ১০টা বছর ব্যয় করে কোনো লাভ হলো না। এনআরসি আসামের জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

উল্লেখ্য, গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close