আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৯

কাশ্মীরে হত্যাকাণ্ড

ইরানে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মুসলমান হত্যার প্রতিবাদে গতকাল ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভ হয়েছে। ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ দেখান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেছেন, অবিলম্বে কাশ্মীরে মুসলমান হত্যা বন্ধ করতে হবে। কাশ্মীরে এখন যা ঘটছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ সময় তাদের হাতে হাতে মুসলমান হত্যা বন্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। কোনো কোনো প্ল্যাকার্ডে লেখা ছিল, কাশ্মীর এখন কারবালা। বিক্ষোভকারী ইরানি ছাত্র-ছাত্রীরা বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের সর্বশেষ অবস্থা জানতে আন্তর্জাতিক সংগঠনগুলোকে সোচ্চার হতে হবে, সেখানে যে হত্যাকা- চলছে সে বিষয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করতে হবে। বিক্ষোভকারীরা কাশ্মীরী মুসলমানদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্প্রতি ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে রেখেছে। সেখানকার মুসলমানদের প্রকৃত অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। এরইমধ্যে বহু কাশ্মীরীকে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর আসছে। কাশ্মীরের জনগণকে নিয়ন্ত্রণে রাখতে সেখানে বহু বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। সম্প্রতি সেনা সংখ্যা আরও বাড়ানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close