আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৯

শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব : ইমরান

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে পারে ক্ষুব্ধ কাশ্মীরিরা। আর এজন্য ইসলামাবাদকে দোষারোপ করতে পারে দিল্লি। এমন আশঙ্কা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তিনি বলেছেন, ‘ভারত হামলা চালালে আমরাও জবাব দেব। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব।’ গত মঙ্গলবার রাতে পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

এদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকেও বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত রাখা হয়েছে। গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

জম্মু-কাশ্মীরে ভারত অতিরিক্ত সেনা পাঠানো অব্যাহত রাখায় গত মঙ্গলবার সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল পাকিস্তান সেনাবাহিনী। কাশ্মীরে ভারতের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে আলোচনা করতে রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছে পাকিস্তানের শীর্ষ সামরিক কমান্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close