আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ আগস্ট, ২০১৯

ভারত-পাকিস্তানসহ তীব্র পানি সংকটে বিশ্বের ১৭ দেশ

বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ মানুষ তীব্র পানি সংকটে ভুগছেন। যাদের বসবাস ভারত-পাকিস্তানসহ বিশ্বের ১৭টি দেশে। আটলাস সাগরের জলীয় বাষ্পের ঝুঁকি পর্যালোচনা করে পানির সংকট, খরা ও বন্যার ঝুঁকি-সংক্রান্ত বিষয়ে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন ডিসিভিত্তিক বেসরকারি সংস্থা ডব্লিউআরআই বলছে, কাতার, ইসরায়েল, লেবানন, ইরান, জর্ডান, লিবিয়া, কুয়েত, সৌদি আরব, ইরিত্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, সান মেরিনো, বাহরাইন, ভারত, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ওমান এবং বসনিয়ায় মারাত্মক পানি সংকটে রয়েছে।

‘এসব দেশে কৃষি, শিল্প এবং পৌরসভাগুলোতে বছরে ভূগর্ভস্থ এবং ভূ-উপরিভাগের ৮০ শতাংশ পানি ব্যবহার করে। শুকনো মৌসুমে পানি সরবরাহের চাহিদা বেড়ে যায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে এটা বেড়েই চলছে। এতে ভয়ানক পরিণতি হতে পারে। কেপ টাউন, সাও পাওলো এবং চেন্নাইয়ে সম্প্রতি এ ধরনের সমস্যা দেখা দিয়েছে।’

ডব্লিউআরআইয়ের সিইও অ্যান্ড্রু স্টিয়ার বলেন, ‘পানির সমস্যা সব থেকে বড় সমস্যা হলেও বিষয়টি নিয়ে কেউ কথা বলছেন না। খাদ্য নিরাপত্তাহীনতা, সংঘাত ও অভিবাসন এবং আর্থিক মন্দায়ও এর প্রভাব রয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close