আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ আগস্ট, ২০১৯

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

কাশ্মীর নিয়ে নতুন সিদ্ধান্তের পর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার এ নির্দেশ দিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত কয়েক দিন ধরেই বিরোধপূর্ণ কাশ্মীর উপত্যকার নিরাপত্তা বাড়ানো হচ্ছিল। রাজ্যে ১৪৪ ধারা জারির পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ শীর্ষ নেতাদের গত রোববার রাত থেকে গৃহবন্দি করে রাখা হয়। থমথমে ওই পরিস্থিতির মধ্যে ভারতজুড়ে নানা জল্পনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে, যা আটকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য সরকারগুলোকে সব ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকানোরও নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ভুয়া খবর, যাচাই না করা খবর, গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যেনে শান্তি-শৃঙ্খলা নষ্ট এবং সাম্প্রদায়িক হিংসার পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে দিকেও প্রশাসনকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তাছাড়া, ভারতজুড়ে ছড়িয়ে থাকা জম্মু ও কাশ্মীরের অধিবাসী এবং ছাত্রছাত্রীদের প্রতিও বিশেষ যতœবান হতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close