আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুলাই, ২০১৯

সিরিয়ায় আবার ক্ষেপণাস্ত্র হামলা আকাশেই ধ্বংস

সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে গতকাল সোমবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সিরিয়ার টিভি চ্যানেল আল-আখবারিয়া বলেছে, মাসিয়াফ শহরে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। শত্রুদের কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে সিরিয়ার সেনাবাহিনী।

ইসরায়েলের কোনো কোনো সূত্র বলছে, ইসরায়েলি জঙ্গিবিমান থেকে ওই হামলা চালানো হয়েছে। একটি গবেষণা কেন্দ্র লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে তারা জানিয়েছে। তবে অন্য কিছু সূত্র বলছে, সন্ত্রাসীদের পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েল সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সমর্থনে মাঝেমধ্যেই দেশটির সেনা অবস্থান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে থাকে। এ পর্যন্ত সিরিয়া এ ধরনের বহু হামলা প্রতিহত করেছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো সেখানে সন্ত্রাসী তৎপরতায় মদদ দিচ্ছে। তবে সিরিয়ার সেনাবাহিনী ইরান ও রাশিয়ার সহযোগিতায় আইএস সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close