আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ জুলাই, ২০১৯

প্রতিরক্ষা ইস্যুতে কারো সঙ্গে মজা করি না : ইরান

ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনের প্রধান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, ইরান গত ২৫০ বছরে কখনোই অন্য দেশে আগ্রাসন চালায়নি, তবে আত্মসম্মান ও আত্মরক্ষার ক্ষেত্রে তেহরান কাউকে ছাড় দেয় না। ইরান এ বিষয়ে কারো সঙ্গে মজা করছে না। তিনি গতকা সোমবার বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। কামাল খাররাজি হরমুজ প্রণালিতে ব্রিটিশ তেল ট্যাংকার আটকের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামী ইরান সবসময় আগ্রাসীদের মোকাবিলায় দৃঢ় অবস্থান নিয়েছে এবং ইরান যে পথ নির্বাচন করেছে সেটাকে মনে-প্রাণে বিশ্বাস করে। ইরানি জাতি আত্মত্যাগের মাধ্যমে হলেও তাদের লক্ষ্য-আদর্শ রক্ষা করবে বলে তিনি জানান।

ইরানের বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞার ব্রিটিশ হুমকি প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত ইরানের বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু ইরানি জনগণ নানা চাপ সত্ত্বেও তাদের জীবনযাত্রা অব্যাহত রেখেছে। গত শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কারণে ব্রিটেনের নামের একটি তেল ট্যাংকার আটক করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close