আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জুলাই, ২০১৯

কোনো ড্রোনই খোয়া যায়নি : ইরান

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করলেও তেহরান বলছে, তাদের কোনো ড্রোনই খোয়া যায়নি। মার্কিন জাহাজ ভুল করে নিজেদেরই কোনো ড্রোন ধ্বংস করেছে কি-না, ওয়াশিংটনকে তাও খতিয়ে দেখতে বলেছে তারা। গতকাল শুক্রবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানি ড্রোন ধ্বংসের দাবিকে উড়িয়ে দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হরমুজ প্রণালি কিংবা অন্য কোথাও আমরা কোনো ড্রোন হারাইনি। ইউএসএস বক্সার ভুল করে তাদেরই কোনো ড্রোন ধ্বংস করে ফেলেছে কি-না, তা নিয়ে আমি উদ্বিগ্ন, টুইটারে এমনটাই বলেছেন আরাকচি।

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির সেনাবাহিনীও পরে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে, জানিয়েছে আরটি। ইরানের সব ড্রোনই ঘাঁটিতে ফিরেছে এবং সবগুলোই অক্ষত, বলেছে তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার ইরানি একটি ড্রোন ইউএসএস বক্সারের ১ হাজার গজের মধ্যে উড়ে এসে হুমকি দেওয়ায় সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করেছিলেন।

ওয়াশিংটনের ওই দাবির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ‘এখন পর্যন্ত কোনো ড্রোন হারানোর খবর পাইনি’ বলে জানিয়েছিলেন। এর আগে জুনে ইরান তাদের আকাশসীমায় ‘অবৈধভাবে অনুপ্রবেশ করা’ একটি মার্কিন ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছিল। যুক্তরাষ্ট্র সে সময় বলেছিল, তাদের ড্রোনটি ইরানি নয়, আন্তর্জাতিক আকাশসীমায় ছিল।

ছয় বিশ্ব শক্তির সঙ্গে চার বছর আগে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই হরমুজকে ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। ইরানের তেল রফতানি বন্ধে যুক্তরাষ্ট্রের একের পর এক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের অনেকেই হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সম্প্রতি ওই অঞ্চলে বেশ কয়েকটি ট্যাংকারে হামলার ঘটনাও ঘটেছে। এসব হামলা তেহরানই করাচ্ছে বলে ওয়াশিংটন অভিযোগ করলেও ইরান তা অস্বীকার করে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close