আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জুলাই, ২০১৯

লিবিয়ায় অস্থিরতার জন্য দায়ী ন্যাটো : পুতিন

লিবিয়ায় বিদ্যমান অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তার ভাষায়, এই জোট লিবিয়াকে ধ্বংস করেছে। গত বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী গিসেপ্পে কোতের সঙ্গে রোমে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ভøাদিমির পুতিন বলেন, সিরিয়া থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা লিবিয়ায় যাচ্ছে। এতে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।

ভøাদিমির পুতিন বলেন, আপনারা কি স্মরণ করতে পারেন কে লিবিয়াকে ধ্বংস করেছে? এই সিদ্ধান্ত নিয়েছিল ন্যাটো। ইউরোপীয় বিমান থেকে লিবিয়ায় বোমাবর্ষণ করা হয়েছিল।

২০১১ সালে ন্যাটো বাহিনীর অভিযানের মুখে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে উৎখাত ও নিহত হন। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। বিদ্যমান অবস্থা নিয়ে পুতিন বলেন, যত দ্রুত সম্ভব লিবিয়ায় রক্তপাত বন্ধ করা জরুরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close