আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মে, ২০১৯

শ্রীলঙ্কায় দ্বিতীয় রাতের মতো কারফিউ কার্যকর

মুসলিমবিরোধী সহিংস পরিস্থিতিকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় দ্বিতীয় রাতের মতো দেশজুড়ে কারফিউ কার্যকর হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা থেকে নতুন এ কারফিউ জারি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তিন সপ্তাহ আগে ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও কয়েকটি হোটেলে সিরিজ বোমা হামলায় ২৫৩ জন নিহত হয়েছিলেন। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস বিবৃতি দেওয়ার পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হয়রানি ও হুমকির শিকার হয়ে আসছে মুসলিম সম্প্রদায়। সেই ধারাবাহিকতায় রোববার ফেসবুকে শুরু হওয়া বিরোধের জেরে রাজধানী কলম্বোর উত্তরের কয়েকটি জেলায় মুসলিমবিরোধী সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তিন জেলায় এবং পরে দেশজুড়ে কারফিউ জারি করে সে দেশের সরকার। তা সত্ত্বেও সহিংসতা থামানো যায়নি। কারফিউ চলার মধ্যেই সোমবার রাতে ৪৫ বছর বয়সি এক মুসলিম কাঠমিস্ত্রিকে তার নিজের কারখানায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে একদল দাঙ্গাবাজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close