আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ মে, ২০১৯

ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র

মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে কোনো যুদ্ধ চায় না। দুদেশের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে পম্পেও এ মন্তব্য করেন। রাশিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান যেন একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করে।

এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো যুদ্ধ হবে না। গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close