আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ মার্চ, ২০১৯

শ্রীনগরে ফিরেছেন ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান

চার সপ্তাহের চিকিৎসা ছুটিতে থাকলেও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে নিজের স্কোয়াড্রনে ফিরেছেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। মঙ্গলবার সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানিয়েছ, চেন্নাইয়ে বাবা-মায়ের সঙ্গে থাকার চেয়ে নিজের স্কোয়াড্রনে থাকাকেই বেছে নিয়েছেন পাকিস্তানের হাতে আটক হয়ে ফেরত আসা এই পাইলট। তবে এখনই কাজে যোগ দিতে পারছেন না তিনি। ছুটি শেষ হলে মেডিক্যাল বোর্ডের পরীক্ষায় সক্ষমতা প্রদর্শন করলেই নিজের পছন্দমতো আবারও যুদ্ধ বিমানের ককপিটে বসতে পারবেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে জঙ্গি হামলায় ৪০ সদস্য নিহতের জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় ঢুকে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। পর দিন পাকিস্তানের সঙ্গে বিমানযুদ্ধে ভূপাতিত হয় ভারতের একটি মিগ-২১ বাইসন বিমান। বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান। দুই দিন পর ০১ মার্চ রাতে তাকে মুক্তি দেয় পাকিস্তান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close