আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মার্চ, ২০১৯

ইতালিতে শিক্ষার্থীদের বাসে আগুন দিলেন চালক

ইতালিতে ৫১ জন স্কুলশিক্ষার্থীসহ বাস ছিনতাই করে তাতে আগুন দেওয়ায় বাসটির চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার ইতালির মিলান শহরে এ ঘটনা ঘটে। ইতালির সংবাদ সংস্থা আনসারের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার বাসচালকটি সেনেগালের বংশোদ্ভূত। তার নাম ইউসেনু, বয়স ৪৭। ইতালির কঠোর অভিবাসন নীতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ইউসেনু। বাসে আগুন দেওয়ার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘সমুদ্রে অভিবাসী হত্যা বন্ধ করো। তা না হলে আমি সবাইকে খুন করব।’

ইতালির সংবাদমাধ্যম বলছে, বাসচালক জোরপূর্বক এক শিক্ষককে দিয়ে সব শিক্ষার্থীর হাত বাঁধিয়ে নেয়। তবে ওই শিক্ষক কয়েকজন শিক্ষার্থীর হাত ঢিলা করে বাঁধে। বাসচালক ছুরি দিয়ে ভয় দেখিয়ে সবার ফোন কেড়ে নেন। এ সময় ওই বাসচালক ইতালি সরকারের অভিবাসী নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, ‘এখান থেকে কেউ বাঁচতে পারবে না।’ এরপর পুরো বাসটিতে পেট্রল ঢেলে দেন তিনি। কিন্তু আগুন ধরানোর আগেই সেখানে পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close