আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মার্চ, ২০১৯

ব্রেক্সিটের দিনক্ষণ পেছাতে একমত ইইউ নেতারা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ ব্রেক্সিট ২৯ মার্চের মধ্যে কার্যকরের সময়সীমা কিছুটা পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইইউ নেতারা। গতকাল শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।

হিসাব অনুসারে, আগামী ২৯ মার্চ রাত ব্রেক্সিট হওয়ার কথা। ইইউ সময় না বাড়ালে তা স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হয়ে যাবে। এদিকে এখন পর্যন্ত যুক্তরাজ্যের সংসদ ব্রেক্সিট চুক্তির অনুমোদন দেয়নি। আগামী সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের সংসদ এ চুক্তির অনুমোদন দিলে ইইউ ২২ মে পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করার ব্যাপারে সম্মত হয়েছে।

আর যদি যুক্তরাজ্য সংসদ আগামী সপ্তাহের মধ্যে চুক্তি অনুমোদন না করে, সে ক্ষেত্রে বিলম্বের সময়সীমা ১২ এপ্রিল পর্যন্ত বর্ধিত করবে বলে ইইউ জানিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, এবারে তৃতীয়বারের মতো ব্রেক্সিটের ব্যাপারে তাদের স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের সময়।

ব্রেক্সিটের পক্ষে সমর্থন তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন মে। গতকাল শুক্রবার এক বক্তব্যে ব্রেক্সিট বাস্তবায়নে বিলম্বের জন্য হতাশা ব্যক্ত করেছেন তিনি। এজন্য সংসদ সদস্যদের দায়ী করেন তিনি। একইসঙ্গে ব্রেক্সিট নিয়ে অনেকেই হতাশ, সেটাও স্বীকার করেন তিনি। তারপরও যারা তাকে সমর্থন দিয়েছেন, তাদের ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করেন মে। দেশটির সংসদীয় ওয়েবসাইটে ২০ লাখের বেশি মানুষ স্বাক্ষরের মাধ্যমে বিচ্ছেদ চুক্তি রদের আবেদন জানিয়েছে। কিন্তু চুক্তি রদের সম্ভাবনা বাতিল করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close