আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ, ২০১৯

তুরস্ককে যুক্তরাষ্ট্র

এস-৪০০ কিনলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে

রাশিয়ার তৈরি অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় কিনলে তুরস্ককে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র চার্লি সামার্স সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ হুশিয়ারি দেন। তিনি বলেন, তুরস্ক যদি এস-৪০০ নেয় তবে আমেরিকার সঙ্গে বিরাজমান সামরিক সম্পর্কের ক্ষেত্রে দেশটিকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। এর পরিণাম মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং এফ-৩৫ যুদ্ধবিমানের ক্ষেত্রেও পড়বে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। এরপর পরিষ্কার ভাষায় তিনি বলেন, তাহলে মার্কিন এফ-৩৫ বিমান পাবে না তুরস্ক। এছাড়া মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও যেন তুরস্ক কিনতে না পারে সে পদক্ষেপ নেওয়া হতে পারে।

মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান কার্টিস স্ক্যাপারিয়টি মঙ্গলবার কংগ্রেসকে পরামর্শ দিয়েছেন যে আঙ্কারা যদি এস-৪০০ কেনার পরিকল্পনা নিয়ে এগোতে থাকে তবে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া থেকে আমেরিকাকে বিরত থাকা উচিত। এরপরই তুরস্কের প্রতি হুশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা দফতরের ওই মুখপাত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close