আন্তর্জাতিক ডেস্ক

  ১০ মার্চ, ২০১৯

বাগানে রাসায়নিক, মারা যাচ্ছে পশু

বেশ কয়েকটি গ্রামে গড়ে উঠেছে বিশাল বিশাল কলার বাগান। কলা উৎপাদনে টিস্যু-কালচার পদ্ধতি এবং এতে ব্যবহৃত রাসায়নিকের কারণে এসব গ্রামের কৃষকের গবাদিপশু মারা যাচ্ছে বলে দাবি করেছে মিয়ানমারের কাচিন রাজ্যের উপজাতি অধ্যুষিত চারটি গ্রামের বাসিন্দারা। এসব কলা বাগানের কারণে গ্রামের কৃষকের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রামবাসীর জমি দখল করে বড় বড় কলার বাগান করা হয়েছে। বাগানিরা বলছেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে কলার আবাদ করছেন তারা। তবে সরকারি দফতরে এমন কোনো ইজারার তথ্য নেই।

সম্প্রতি কাচিনের মোমক এলাকার ম্যান পিন ও ওয়াইংম এলাকার অং মে গ্রামসহ আশপাশের চারটি গ্রামের লোকজন রাজ্যের মিতকিয়িনার মান্দালয় শহরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগের কথা জানায়। মিয়ানমার টাইমসের খবরে এ কথা জানানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close