আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ ফেব্রুয়ারি, ২০১৯

শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় রাহুল

কংগ্রেসের সভাপতি দেশের কোন রেস্তোরাঁ বা দোকানে হঠাৎ ঢুকে পড়েছেন। এটা সাধারণ মানুষের কাছে একেবারেই নতুন ঘটনা। কিন্তু এমনটাই করেছেন রাহুল গান্ধী। একটি ক্যাফেতে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে খোশগল্পেও বেশ জমজমাট পরিবেশ তৈরি করেছেন তিনি। রাহুল দিল্লিতে হঠাৎ করেই একটি ক্যাফেতে কয়েকজন ছাত্রের সঙ্গে বসে নৈশভোজ সেরেছেন। ছাত্রদের সব প্রশ্নেরও উত্তরও একেবারে বুঝিয়ে দিয়েছেন। সাত শিক্ষার্থীর সঙ্গে একটি টেবিলে বসে নৈশভোজ করার পর রাহুলের ব্যবহারে মুগ্ধ হয়ে পড়েন ছাত্রছাত্রীরা। দিল্লির লোধি কলোনির একটি ক্যাফেতে জমিয়ে চাইনিজ খেয়েছেন তিনি। রাহুল বলেন, সাধারণ মানুষের মধ্যে না গেলে, মানুষের কথা শোনা যায় না। আজ এই ছাত্রছাত্রীদের সঙ্গে আড্ডা দিয়ে দারুণ লাগল। ছাত্রছাত্রীরাও রাহুলের প্রশংসায় পঞ্চমুখ। প্রায় দুই ঘণ্টা তারা রাহুলের সঙ্গ পেয়েছেন।

দেবেশ্বর নামের এক শিক্ষার্থী বলেন, উনি সবজান্তা টাইপের মানুষ নন। সবার কথা শোনেন, বোঝার চেষ্টা করেন। অনেক ভদ্র এবং নম্র একজন মানুষ। বড় রাজনীতিবিদ ও আম-আদমির মধ্যে নিমেষে সম্পর্কের বরফ গলিয়ে ফেললেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close