আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জানুয়ারি, ২০১৯

শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি বছর বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা গেছে শ্রীলঙ্কায়। ক্ষমতা নিয়ে রেষারেষির একপর্যায়ে অক্টোবরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র মহিন্দ্রা রাজাপাকসেকে ওই পদে বসান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা; তার এ সিদ্ধান্ত ধোপে টিকবে না বুঝতে পেরে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখও ঘোষণা করেন তিনি।

সিরিসেনার এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী দলগুলো সম্মিলিতভাবে আদালতে গেলে সুপ্রিম কোর্ট সিরিসেনার সিদ্ধান্ত বাতিল করে দেয়। পার্লামেন্টে বিশৃঙ্খলার মধ্যে আস্থা ভোটেও পরাজিত হন রাজাপাকসে। ডিসেম্বরে বিক্রমসিংহ ফের প্রধানমন্ত্রীর পদে ফিরলে দেশটির সাংবিধানিক সংকটের অবসান ঘটে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close