আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জানুয়ারি, ২০১৯

কের্চ প্রণালিতে ইউক্রেন-রাশিয়া উত্তেজনা

বছরের শেষে এসে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কের্চে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার উত্তেজনা উত্তাপ ছড়িয়েছে। কের্চ প্রণালিতে ইউক্রেনীয় জাহাজ ও নাবিকদের আটকের ঘটনায় মস্কো-কিয়েভ উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে নেটো সম্মেলনের পর করণীয় ঠিক করতে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। উত্তেজনার কারণে এবছর ক্রিমিয়া উপদ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড মোতায়েন করে রাশিয়া। ওদিকে, ক্রিমিয়ার পর মস্কো পুরো ইউক্রেন দখলের মতলব আঁটছে অভিযোগে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরেশেঙ্কো আজোভ সাগরে নেটোকে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ জানান। সীমান্তবর্তী জেলাগুলোতেও জারি করেন সামরিক আইন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close