আন্তর্জাতিক ডেস্ক

  ১০ অক্টোবর, ২০১৮

পাথরের দাম কোটি টাকা!

কথায় আছে, পাথরে ভাগ্য ফেরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সামান্য এক পাথর অসামান্য হয়ে দেখা দেওয়ায় কোটিপতি হওয়ার পথে এক ব্যক্তি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির বাড়িতে ৩০ বছর ধরে দরজা চাপা দেওয়ার কাজে ব্যবহার করা হতো একটি পাথর। সম্প্রতি সে পাথরের জন্মঠিকুজি ঘেঁটে জানা যায়, এ পাথর যেই সেই পাথর নয়; মহাকাশ থেকে আসা অতি মূল্যবান এক উল্কাপি-, যার দাম প্রায় কোটি টাকা! এ ব্যাপারে উল্কাপি-ের মালিক ওই ব্যক্তি জানান, ৩০ বছর আগে ১৯৮৮ সালে তিনি বর্তমান বাড়িটি কেনেন। সে সময় ১০ কেজি ওজনের ওই উল্কাপি-টিও তাঁর হাতে আসে। তিনি জানতেন যে ওটি মহাকাশ থেকে আসা উল্কাপিন্ড। বাড়ির আগের মালিক তাঁকে সে বিষয়ে জানান। পি-টি ১৯৩০-এর দশকে উল্কাপাতের সময় বাড়ির খামারে এসে পড়ে। ঘটনা যাই হোক, বাড়ির দুই মালিকের কেউই ধারণা করতে পারেননি যে উল্কাপি-টি এত মূল্যবান কিছু। ফলে তাঁরা সেটি অবহেলায় ফেলে রেখেছিলেন। মাঝেমধ্যে সেটি দরজা চাপা দেওয়ার কাজে ব্যবহার করা হতো। চলতি বছরের শুরুতে বাড়ির বর্তমান মালিক লোকমুখে শুনতে পান, মানুষজন উল্কাপি-ের ছোট ছোট টুকরো বিক্রি করেন। এ খবর শুনে তিনি সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ের বায়ুম-লীয় ও ভূ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ভূ-তত্ত্ববিদ মোনা সারবেস্কোর কাছে তাঁর উল্কাপি-টি নিয়ে যান।

তখনই জানা যায় উল্কাপি-টির গুরুত্ব। বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে মোনা বলেন, ‘আমি একবাক্যে বলতে পারি যে এটি খুব মূল্যবান। আমার সারা জীবনে দেখা শ্রেষ্ঠ নমুনা এটি। এটি আর্থিক বা বৈজ্ঞানিক সব ভাবেই খুব দামি।’ ওই টুকরোটি প্রায় এক লাখ ডলার (প্রায় ৮৩ লাখ) মূল্যমানের বলে জানান মোনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close