আন্তর্জাতিক ডেস্ক

  ১০ অক্টোবর, ২০১৮

কুমড়া প্রতিযোগিতা!

সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুমড়াচাষিদের মধ্যে হওয়া ঢ়এক প্রতিযোগিতায় ৯৮৪ কেজি ওজনের সবচেয়ে বড় কুমড়া হাজির করে বিজয়ী হন স্টিভ ডেলিটাস। ছবি : সংগৃহীত

পৃথিবীতে কত ধরনের আজব প্রতিযোগিতা যে হয়, তার কোনো হিসাব নেই। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মূল লক্ষ্যই থাকে রেকর্ডবুকে নাম লেখানো। সম্প্রতি তেমনই একটি প্রতিযোগিতা হয়ে গেল যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়।

গত সোমবার অঙ্গরাজ্যের হাফ মুন বে শহরে বসেছিল বিশ্বের বিভিন্ন দেশের মিষ্টিকুমড়া চাষিদের মধ্যে আজব এক প্রতিযোগিতা। সেখানে কার মিষ্টিকুমড়া সবচেয়ে বড়, তা নিয়েই মূল লড়াই চাষিদের।

৪০ বছর ধরে চলে আসা ওই প্রতিযোগিতায় বরাবরের মতো এবারও দেশ-বিদেশের কুমড়াচাষিরা নিজেদের ফলানো সবচেয়ে বড় মিষ্টিকুমড়া নিয়ে হাজির হন। আর তা দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শনার্থীরাও। যে যেভাবে পারছেন বিশাল আকৃতির সব কুমড়ার সঙ্গে সেলফি তোলেন।

সবচেয়ে বড় মিষ্টিকুমড়া হাজির করে এবারের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উপকূলীয় অঙ্গরাজ্য ওরেগনের প্রেজেন্ট হিলের কৃষক স্টিভ ডেলিটাস। তাঁর খামারের ৯৮৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি মিষ্টিকুমড়া প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। কুমড়াটি এতই বড় ছিল যে সেটি মাপার জন্য রীতিমতো ক্রেনের সহযোগিতা নিতে হয় বিচারকদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close