আন্তর্জাতিক ডেস্ক

  ১০ অক্টোবর, ২০১৮

এস-৩০০র ৩ ব্যাটালিয়ন সেট পেয়েছে সিরিয়া

সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৩০০’র তিন ব্যাটালিয়ন সেট দিয়েছে রাশিয়া। প্রতিটি ব্যাটালিয়নের জন্য আটটি করে লাঞ্চার রয়েছে এবং লাঞ্চারগুলো বিনামূল্যে দেওয়া হয়েছে।

সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলের শত্রুতামূলক তৎপরতার কারণে রাশিয়ার একটি আইএল-২০ গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর তেলআবিবের সঙ্গে মস্কোর যখন উত্তেজনা বাড়ছে তখন রুশ সরকার সিরিয়াকে এস-৩০০ সরবরাহ করল। রুশ সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত ১ অক্টোবর এস-৩০০র সেট সিরিয়ায় পৌঁছানো হয়েছে। এর আগে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার একটি বিমান বাহিনী ব্যবহার করছিল। এখন সেই রেজিমেন্টকে এস-৪০০ দেওয়া হয়েছে। সিরিয়াকে যেসব সেট দেওয়া হয়েছে তা যুদ্ধের জন্য সম্পূর্ণ উপযোগী বলে ওই সূত্র জানায়। এস-৩০০র লাঞ্চার দেওয়ার পাশাপাশি রাশিয়া সিরিয়াকে প্রতিটি ব্যাটালিয়নের জন্য একশর বেশি ক্ষেপণাস্ত্র দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য। এস-৩০০ ব্যবস্থা স্বল্প ও মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ট্যাক্টিক্যাল এবং স্ট্র্যাটেজিক বিমানের বিরুদ্ধে কাজ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close