আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ আগস্ট, ২০১৮

চীনে ৫ দশকের উষ্ণতম গ্রীষ্মকাল

চীনে এই গ্রীষ্মে দেশের গড় তাপমাত্রা ২২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে। ১৯৬১ সালের পর এটি সর্বোচ্চ গড় তাপমাত্রা। আবহাওয়া পর্যবেক্ষণ সংক্রান্ত ৫৫টি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাত্যহিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের ভিত্তিতে এ তথ্য জানা যায়। সোমবার আবহাওয়া কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার। চীনের আবহাওয়া প্রশাসনের জরুরি ত্রাণ ও জনসেবা বিভাগের পরিচালক ঝাং জুকিয়াং এক সংবাদ সম্মেলনে বলেন, স্বাভাবিক বছরগুলোর তুলনায় জুন থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশের গড় তাপমাত্রা ছিল ১ ডিগ্রী বেশী। এবারের গ্রীষ্মে একটানা অনেকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করতে দেখা যায়। আর এ তাপমাত্রা আগের তুলনায় আরো অনেক বেশী এলাকায় আরো চরমভাবে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে আগস্টে চীনের গড় তাপমাত্রা ২২.২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছায়।

আর এ তাপমাত্রা অন্যান্য বছরগুলোর তুলনায় ১.২ ডিগ্রী বেশী। প্রায় ৯৩টি আবহাওয়া কেন্দ্র জিলিন, লিয়াওনিং, ইনার মঙ্গোলিয়া, সিচুয়ান, হুবেই ও শানদংয়ের অধিকাংশ স্থানে চরম বেশী তাপমাত্রা পড়ার কথা জানায়।

স্বাভাবিক বছরগুলোর তুলনায় সেপ্টেম্বরেও গড় তাপমাত্রা বেশী পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close