আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ আগস্ট, ২০১৮

শেষ রক্ষা হলো না

কারাগার থেকে পালানোর জন্য ম্যানহোলের ভেতরে ঢুকে পড়েছিলেন এক বন্দি। ভারতের আলীপুর কারাগারের। এরপর পালানোর জন্য অন্ধকারের অপেক্ষায় ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো তাকে। ম্যানহোলের ভেতর সাড়ে ৩ ঘণ্টা লুকিয়ে ছিলেন তিনি। এরপর পুলিশের বুটের বেখেয়ালি ধাক্কায় ম্যানহোলের টিনের ঢাকনা সরে যেতেই ধরা পড়ে যান সেই আসামি। বুধবার বিকাল সাড়ে ৫টা থেকে অর্ঘ্য ম-ল নামে এক খুনের মামলার আসামিকে পাওয়া যাচ্ছিল না। ফলে টনক নড়ে কারা কর্তৃপক্ষের। কারারক্ষীরা জেলের আনাচে-কানাচে তাকে খোঁজা শুরু করেন।

মাত্র চার দিন আগে এ আসামিকে নিয়ে আসা হয়েছিল আলীপুর কারাগারে। রাত সাড়ে ৮টা পর্যন্ত চিরুণি অভিযান দিয়েও যখন তারা অর্ঘ্যরে এ রহস্যময় হাওয়া হয়ে যাওয়ার কূলকিনারা করতে পারছিলেন না, ঠিক এ সময় একজন পুলিশের বুটের ধাক্কায় সরে পড়ে একটি পরিত্যক্ত ম্যানহোলের ঢাকনা। এ সময় টর্চের আলোতে দেখা যায় ভেতরে বসে রয়েছে সেই আসামি। পুলিশি জেরায় অর্ঘ্য জানান, ম্যানহোলটিতে লুকিয়ে থাকার বুদ্ধি তাকে এক বন্দি দিয়েছে। রাত ১২টার পর তাদের সেখান থেকে একসঙ্গে পালানোর পরিকল্পনা ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close