আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৮

কর্মী ছাঁটাই করবে জেট এয়ারওয়েজ

প্রায় ৮ হাজার কোটি টাকা ঋণ জমেছে। লোকসানে চলতে থাকা জেট এয়ারওয়েজ তাই খরচ কমাতে পাইলটদের বেতন কমানোর পরামর্শ দিয়েছিল। কিন্তু কর্মীদের বিক্ষোভের জেরে পিছু হটতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কিন্তু এবার আরো খারাপ খবর এসেছে কর্মীদের জন্য। কমপক্ষে ৫০০ জন কর্মীকে ছাঁটাই করতে পারে জেট এয়ারওয়েজ।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, শিগগিরই সংস্থার ৫০০ কর্মীকে নোটিস ধরিয়ে দেবে জেট এয়ারওয়েজ। বর্তমানে ১৬ হাজার ৫৫৮ জন কর্মী রয়েছে সংস্থাটির। এর মধ্যে ৫ হাজার গ্রাউন্ড স্টাফ। জেট এয়ারওয়েজের আর্থিক অবস্থা নিয়ে বহু দিন ধরেই প্রশ্ন উঠছে। ৮ হাজার কোটি টাকা ঋণের পাশাপাশি জ্বালানি মজুদও সেভাবে বাড়াতে পারেনি সংস্থাটি। এমনকি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে লোকসান সামলাতে না পেরে অংশীদারি বিক্রির কথাও ভাবা হচ্ছে বলে গুজব উঠেছে। যদিও জেট এয়ারওয়েজের দাবি, পুরো বিষয়টিই মিথ্যা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close