আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৮

আলাস্কার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের তেল খনি-সমৃদ্ধ উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রোববারের এ ভূমিকম্পটি ৬ দশমিক ৪ মাত্রার ছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

ওই এলাকায় রেকর্ড করা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী হলেও কোনো লোক আহত অথবা এলাকায় বা তেল পাইপলাইনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যায়নি, জানিয়েছে সিএনএন।

এর আগে ১৯৯৫ সালে রেকর্ড করা ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পই ছিল ওই এলাকায় সংঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ইউএসজিএসের তথ্য ও ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর এলাকাটিতে বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।

ভূমিকম্পের উপকেন্দ্রটি ওই এলাকার ক্ষুদ্র শহর কাকটোভিক থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পূর্বে। আলাস্কার উত্তরাঞ্চলীয় ঢালের আর্কটিক ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজের যে এলাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খনিজ তেলের জন্য ড্রিলিং করার পরিকল্পনা করেছে ?ভূমিকম্পটির উপকেন্দ্র তার নিকটবর্তী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close