আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৮

ইমরান খানকে সৌদি বাদশাহ ও যুবরাজের শুভেচ্ছা

গত মাসে (জুলাই) অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের অপেক্ষায় থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস অব পাকিস্তান-এপিপি সৌদি বার্তা সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে, দল বিজয়ী হওয়ায় ইমরানকে অভিনন্দিত করেছেন সৌদি ক্ষমতাতন্ত্রের ওই দুই শীর্ষ ব্যক্তি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নির্বাচনে ফল ঘোষণার মধ্যেই ইমরানের বিজয়ের আভাস পেয়ে তার সঙ্গে প্রথম বিদেশি কূটনীতিক হিসেবে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সায়িদ আল মালিকি। এবার সৌদি জনগণের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইমরান ও পাকিস্তানি জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির সমৃদ্ধি ও প্রগতি কামনা করেছেন সৌদি বাদশাহ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও পিটিআই চেয়ারম্যানকে স্বাগত জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের সমৃদ্ধি ও উন্নতি কামনা করেছেন তিনিও।

মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রবল প্রতিদ্বন্দ্বী ইরানের রাষ্ট্রদূত মেহদি হনারদুস্তের সঙ্গে বৈঠকে ইরান ও সৌদি আরবের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্ততা করার প্রস্তাব দিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান। ওই প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইরানের দূত বিষয়টিকে স্পর্শকাতর অভিহিত করে বলেন, ওই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের যেকোনো প্রস্তাবকে স্বাগত জানাবে ইরান। পরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ইমরান খানকে ব্যক্তিগতভাবে টেলিফোন করে অভিনন্দন জানান। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো করারও প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ইমরানকে ইরান সফরের আমন্ত্রণ জানান তিনি। ওই আমন্ত্রণ গ্রহণ করেন ইমরান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close